সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং জনাব মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার, তালা সার্কেল, সাতক্ষীরা স্যার ও অফিসার ইনচার্জ জনাব কাজী ওয়াহিদ মুর্শেদ স্যারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জেল্লাল হোসেন এর নেতৃত্বে এসআই/জয় বালা, এসআই/সুব্রত সাহা, এএসআই/আবু তালেব, এএসআই/মোঃ নিজাম উদ্দীন ও সংগীয় ফোর্সের সহায়তায় ইং-২৪/০৯/২০২০ তারিখ আসামী ১। শেখ আব্দুর রহমান (৫৯) পিতা-মৃত ফজর আলী শেখ, সাং-তৈলকুপি, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয় এবং আসামী শেখ আব্দুর রহমান এর হেফাজতে মাদক দ্রব্য ০৫ বোতল ফেন্সিডিল ও ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা পাওয়ায় মাদক দ্রব্য আইনে পৃথক মামলা রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

