সমাজের আলো : সাতক্ষীরা কোর্ট ক্যান্টিনে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামী দুইজন। এদের একজন ক্যান্টিন মালিক হাজী নজরুল ইসলাম (৫০) এবং অপরজন তারই ছেলে মো: ফজর আলী মেহেদী (২৫)। মামলার বাদী ঐ হোটেলের কর্মচারী মোছা: মনজিলা খাতুনের ছেলে মো: গোলাম মোস্তফা আকাশ (২১)। আসামী ক্যান্টিন মালিক হাজী নজরুল ইসলাম গত ১৩ জানুয়ারী বিকাল ৪টার দিকে সাতক্ষীরা জজকোটের গেটের সামনে থেকে র্যাবের হাতে আটক হন। এ সময় তার সাথে থাকা নিকট আত্মীয় সিনিয়র সাংবাদিক গোলাম সরোয়ারকেও নিয়ে যায় র্যাব।
মামলার এজাহারে বলা হয়েছে, হোটেলে কাজ করা নিয়ে প্রায় তারা বাদীর মায়ের সাথে দুর্ব্যবহার করে। ইহাছাড়া ২ আসামী তার বাদীর মাকে কু-প্রস্তাব দেয়, বিভিন্ন ধরনের উত্যক্তমূলক কথাবার্তা বলে। গত ১২ জানুয়ারী ২০২২ তারিখ সকাল অনুমান ৯টার সময় বাদীর মাতা হোটেলে কাজ করাকালে ২নং আসামী তার মাকে কু-প্রস্তাব দেয়। বাদীর মা রাজি না হওয়ায় ২নং আসামী ক্ষিপ্ত হয়ে তার মাকে মারপিট শুরু করে। ঐসময় একই হোটেলের পার্টনার মো: আনারুল ইসলাম বাদীর মাকে রক্ষা করতে গেলে ২নং আসামী উক্ত আনারুল ইসলামকে খুন করার উদ্দেশ্যে বটি দিয়ে মাথায় কুপিয়ে হাড়কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। ১ আসামী বাদীর মা কে হত্যা করার উদ্দেশ্যে বটি দিয়ে মায়ের মাথায় কোপ মারিয়া হাড়কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। ২নং আসামী আমার মাকে লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটাইয়া শরীরের বিভিন্নস্থানে রক্ত জমাট ফোলা জখম করে। ১নং আসামী বাদীর মায়ের পরনের কাপড় চোপড় টানা হেচড়া করিয়া শ্লীলতাহানী ঘটায়। উক্ত আসামীরাসহ অজ্ঞাতনামা আসামীরা বাদীর মা ও আনারুল ইসলামকে এলোপাতাড়িভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্নস্থানে ফোলা জখম করে।এ সময় স্বাক্ষীরা ছুটে এসে আসামীদের হাত হতে বাদীর মাকে উদ্ধার করে। উক্ত আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা বাদীকে খুন জখম করার হুমকি দিয়ে চলে যায়। সাক্ষীসহ অন্যান্য লোকজন বাদীর মাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। বাদীর মা হাসপাতালে চিকিৎসা থাকাকালে লোক মারফত সংবাদ পেয়ে বাদী হাসপাতালে যান এবং মা কে গুরুতর অবস্থায় দেখেন। মায়ের নিকট থেকে ও সাক্ষীদের নিকট হইতে বিস্তারিত ঘটনা শুনেন। মায়ের চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় থানায় আসিয়া এজাহার দায়ের করিতে বিলম্ব হ’ল।
ঘটনায় দুদিন পর ১৪ জানুয়ারী রাত ১২টা ১৫ মিনিটের সময় সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ দন্ডবিধির ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬ ধারায় উক্ত মামলাটি রেকর্ড করেন। মামলা নং ২৪।উল্লেখ্য ঘটনার তারিখ ও সময় ১২ জানুয়ারী সকাল ৯টা হলেও আসামী গ্রেপ্তার হয়েছে ১৩ জানুয়ারী বিকাল ৪টায় এবং মামলার এজাহার দায়ের করা হয়েছে ১৪ জানুয়ারী রাত সোয়া ১২টায়। আবার এজাহারে আসামীরা বাদীকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায় উল্লেখ করা হলেও পরে আবার বলা হয়েছে বাদী লোক মারফত ঘটনার খবর পায়। মামলার এজাহারের আরো গুরুত্বপূর্ণ বক্তব্য, জজ কোটের জনাকীর্ণ ক্যান্টিনে বাদীর মধ্য বয়সি মাকে কু-প্রস্তাব দেয়া এবং বিভিন্ন ধরনের উত্যক্তমূলক কথাবার্তা বলা।
এদিকে মামলার আসামী না হওয়া সত্বেও বিশিষ্ট সাংবাদিক গোলাম সরোয়ারকে টানা ৭ ঘন্টা আটক রেখে মানসিক নির্যাতন ও হয়রানি করে র্যাব-৬ এর কোম্পানি পর্যায়ের কর্মকর্তারা। কোন যৌক্তিক কারণ ছাড়াই তাকে তারা হেনস্থা করে মানসিক নির্যাতন চালানো হয়। আর এই ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক মহলে নিন্দা ও প্রতিবাদের উঠে। এঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় ও শনিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাব পৃথক দুটি সভা করে।হয়রানি ও মানসিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে প্রেসক্লাবে শুক্রবারের সভায় সাংবাদিক গোলাম সরোয়ার বলেন, ঐ মারামারির ঘটনায় আহত হওয়া তার ভগ্নিপতি নজরুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে সাতক্ষীরার আদালত চত্ত্বর ত্যাগ করতেই র্যাবের মুখোমুখি হন। এসময় র্যাবের একদল সদস্য জবরদস্তি করে নজরুল ইসলামকে তাদের গাড়িতে তুলে নেয় এবং গোলাম সরোয়ারের মোটরসাইকেলে র্যাবের আরেক সদস্য শহরের সুন্দরবন টেস্কটাইল মিলস্থ র্যাব ক্যাম্পে পৌছান। বৃহস্পতিবার বিকাল ৪টায় এ ঘটনার পর থেকে রাত ১১টা পর্যন্ত তাকে সেখানে আটকে রাখা হয়। এসময় তার মোবাইল এবং গাড়ির চাবিও কেড়ে নেয় তারা। মানসিক নির্যাতন শেষে তাকে একটি মুচলেকা পত্রে স্বাক্ষর করতে বাধ্য করে রাত ১১টায় ছেড়ে দেওয়া হয় এবং এ ঘটনা নিয়ে কাউকে কিছু না বলার যেন চাপ দেওয়া হয় তার ওপর এবং শুক্রবার সকাল ৭টার মধ্যে সংশ্লিষ্ট মারামারির ঘটনায় জড়িত তার ভাগ্নে ফজর আলীকে হাজির করার কথা জানিয়ে দেয়। গোলাম সরোয়ার অভিযোগ করে বলেন, রাত ১১টায় তাকে ছেড়ে দিলেও শুক্রবার সকালে ফের র্যাব তার সাথে হুমকির স্বরে বলে তাকে ১০ মিনিটের মধ্যে আবার ক্যাম্পে হাজির হতে হবে এবং তার ভাগ্নে ফজর আলীকে তাদের হাতে তুলে দিতে হবে।
তিনি জানান, ‘আমি একজন সংবাদকর্মী একথা বারবার বলা সত্ত্বেও তারা আমার কথায় কর্ণপাত করেননি। এমনকি আমার পত্রিকার আইডি কার্ড যথাযথ কিনা তা নিয়েও নানা প্রশ্ন তোলেন’। বনিক বার্তা পত্রিকা কোথা থেকে বের হয় এমন প্রশ্নও করেন র্যাব কর্মকর্তারা। তারা গোলাম সরোয়ারের কোন কথাকেই গ্রহণ না করে মানসিক নির্যাতন বাড়াতে থাকে। এদিকে ঘটনার প্রতিবাদে আজ রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিতে সকল সাংবাদিককে উপস্থিত থাকতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন অনুরোধ জানিয়েছেন।

