সামাজের আলো:  আজহারুল ইসলাম সাদীঃ ১ মাস ১৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, অলিদা সুলতানা স্মৃতি (১২) নামে এক শিক্ষার্থী। সে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের মহুরম সামছুজ্জামান শান্তর মেয়ে ও খানপুর ছিদ্দীকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার ৬’ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিজ ইচ্ছার বিরুদ্ধে অন্যত্র ভর্তি করানোকে কেন্দ্র করে গত ২২শে সেপ্টেম্বর মায়ের উপরে অভিমান করে নিজ বাড়িতেই হারপিক পান করে অসুস্থ হন অলিদা সুলতানা স্মৃতি। ওই সময় তাকে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তবে দীর্ঘদিন চিকিৎসা করানোর পরেও অলিদার অবস্থা আশঙ্কামুক্ত না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে সাতক্ষীরা জেলাসহ পাশ্ববর্তী বিভিন্ন জায়গায় তাকে চিকিৎসা করানো হলেও শঙ্কামুক্ত না হওয়ায়, ৮ নভেম্বর সকালে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে, অলিতা সুলতানা স্মৃতি সেখানেই, মৃত্যুর কোলে ঢলে পড়েন। অলিদা সুলতানা স্মৃতির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ নিজ এলাকায় তার সহপাঠী, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষ তার বাড়িতে আসে এবং এক হৃদয় বিদারক পরিবেশের সৃস্টি হয়। এসময় স্বজন, সহপাঠিসহ সকলকেই চোখের পানি মুছতে দেখা যায়। ফ উল্লেখঃ প্রায় ৩ বছর আগে মৃত্যু অলিদা সুলতানা স্মৃতির পিতা শামছুজ্জামান শান্ত স্ট্রোক করে মারা যায়।

Seen by Sardar Abu Syed at Sunday 20:35

Yeorab Hossain
Yeorab Hossain



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *