সমাজের আলো : সাতক্ষীরা লাবসা খেজুরডাঙ্গা এলাকায় হিন্দু সম্প্রদায়ের দুই ভায়ের পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় ইট ভাটা মালিক শওকত আলীর বিরুদ্ধে।

ভুক্তভোগী সাতক্ষীরা সদরের লাবসা খেজুর ডাঙ্গী এলাকার মৃত রণজিৎ বৈরাগী’র ছেলে রমাকান্ত বৈরাগী অভিযোগ করে বলেন, বুধবার (২৩ আগস্ট) ভোর রাতে অস্ত্রসজ্জিত হয়ে দলবল নিয়ে এসে ইটভাটা মালিক শওকত আলী আমাদের পৈতৃক সম্পত্তি জবরদখল করেছে।
তিনি বলেন, বিনেরপুতা মৌজা’য় ৯৪৯ নং খতিয়ানে ৯৩৩ হাল দাগে ৩০ শতক জমি আমার ও বড় ভাই দিলিপ বৈরাগী পৈতৃক সূত্রে পেয়েছি। ওই সম্পত্তির মধ্যে ৮ শতক জমি জবরদখল করে ঘেরাবেড়া দিয়ে রেখেছে মৃত তকুব আলী সরদার এর ছেলে ইট ভাটা মালিক শওকত আলী। যা আমাদের বাবা মৃত রণজিৎ বৈরাগী ও মা নিয়তি রানী বৈরাগীর নামে রেকর্ড হয়েছে। এবং হাল শন পর্যন্ত খাজনা পরিশোধ। ইট ভাটা মালিক শওকত আলী এখন আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে। আমরা দুই ভাই পরিবার নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছি। এবিষয়ে জেলা পুলিশ সুপার এর সুদৃষ্টি কামনা করছি।
এব্যাপারে জানতে চাইলে ইট ভাটা মালিক শওগত আলী জানান, গত দুই বছর আগে আমার ভাই মৃত মোঃ হায়দার আলী জৈনক দুলাল ও কন্ঠরাম এর কাছ থেকে ক্রয় করেছে। এই জমি বিক্রির পর দুলাল ও কন্ঠরাম ভারতে চলেযায়। আর আমার ভাই ৫ মাস আগে মারা যাওয়ার পর তারা এই জমি দাবি করছে। ওই জমিতে তাদের কোনো বুনিয়াদ নেই। যদি তাদের নির্ভর যোগ্য কাগজ থাকে তাহলে জমি ছেড়ে দিব বলেও জানান ইট ভাটা মালিক শওকত আলী।——————-




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *