সমাজের আলো : সাতক্ষীরা সদরে কালবৈশাখী ঝড়ের সময় গাছের নারকেল পড়ে জাহানারা বেগম (৬২) নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা জাহানারা বেগম (৬২) লাবসা ইউনিয়নের মাগুরা দক্ষিণপাড়া গ্রামের মৃত. সফের আলীর স্ত্রী।
নিহতের ছোট জামাতা আসাদুজ্জামান জানান, বিকেলে ঝড়বৃষ্টির সময় বাড়িতে ছিলেন শাশুড়ি। কোন কারণে বাড়ির উঠানে বের হন তখন ঝড় হচ্ছিল। এমন সময় নারকেল গাছ থেকে এক কান্দি নারকেল ছিড়ে মাথার উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথিমধে তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ঘটনাটি থানাতে কেউ অবহিত করেনি। খোঁজখবর নিচ্ছি।
