সমাজের আলো : সাতক্ষীরা জেলা আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশন
গঠনকল্পে মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা লেক ভিউ মিলনায়তনে বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ হ ম তারেক উদ্দীনের সভাপতিত্বে ও ভোমরা সিএ্যান্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের আহবায়ক, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারন সম্পাদক মো: শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী কাজী আক্তার হোসেন, ভোমরা সিএ্যান্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও বিশিষ্ট ব্যাবসায়ী মাকসুদ খান, ব্যবসায়ী শাহানুর রহমান শাহীন, বাবলুর রহমান, দীপঙ্কার ঘোষ, জিএম আমির হামজা, তৌহিদুজ্জামান চপল, আল্ মাহমুদ পলাশ, মামুনুর রশিদ, রিফাত হাসান রাসেল প্রমুখ।সভায় সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা জেলা আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশন গঠন হয়েছে । কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে সভাপতি মো: শাহাদাত হোসেন (আমদানি-রপ্তানি কারক ও হোটেল ব্যবসায়ী), সাধারন শাহানুর রহমান শাহিন (আমদানি-রপ্তানি কারক), সহসভাপতি শেখ মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক রাইসুল আবেদিন রাতুল, অর্থ সম্পাদক সাংবাদিক খন্দকার আনিসুর রহমান। আগামী এক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *