সমাজের আলো : এক পরিবারের তিন সদস্যকে অচেতন করে প্রায় ৮ লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে। বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ তিনজন চিকিৎসাধীন রয়েছেন ।
সাতক্ষীরা সদর উপজেলার মোহনপুর গ্রামের আলাউদ্দিন সরদার জানান, প্রতিদিনের মত রাতে ঘুমাতে যান। রাতে তার মেয়ের ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢোকে দূবৃর্ত্তরা। স্প্রে করে বাড়ির তিন সদস্যকে অচেতন করে সোনার গহনা,নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় ।

