সমাজের আলো : পুলিশের কাছ থেকে হ্যান্ডক্যাপসহ পালিয়েছে এক মাদক ব্যবসায়ী। এ সময় ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আজ ভোরে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গার গোবিন্দকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসিরা জানান, ঝাউডাঙ্গা বাজারের মুরগীহাট বাজারের এক দোকানদার ৫ কেজি গাঁজা আনতে দেন ভারতে। গাঁজা নিয়ে গোবিন্দকাঠি গ্রামের মোস্ত ও মতি। পরে ওই ৫ কেজি গাঁজা খোয়াগেছে বলে প্রচার দেয়। গাঁজা রেখে দেন নবনির্বাচিত ইউপি সদস্যে আজাদের জামাই রানার কাছে। সাতক্ষীরা সদর থানার পুলিশ গোপনে এ ঘটনা জানতে পারে। বুধবার রাতভর সদর এস আই জিয়া ,এএসআই মোস্তফাসহ পুলিশ অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার করা হয় বড় মাপের মাদক ব্যবসায়ী মতিকে। মতি জানান,ঘটনার মূল হোতা রানা বলে পুলিশকে জানান। পরে পুলিশ রানাকে গ্রেপ্তার করে । পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ী রানা হ্যান্ডক্যাপসহ পালিয়ে যায়। রানার বিরূদ্ধে রয়েছে একাধিক মামলা। পরে ইউপি সদস্য আজাদ তাকে ছাড়াতে মাঠে নেমেছে।
সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর গোলাম কবির ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন রানাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যহত রেখেছে।

