সমাজের আলো : বিজিবি সদস্যদরা একটি পিস্তল উদ্ধার করেছে । আজ সোমবার সাতক্ষীরার কলারোয়া উপজেলা বাকসা মাঠ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় ।সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ জানান,সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপি টহল কমান্ডার নং ৭৮৮৬০ ল্যাঃ নায়েক মোঃ ডালিম মিয়ার নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে মেইন পিলার ১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে (যাহার জিআর ৯৬৩২৪৭ এমএস ৭৯ বি/১৩) স্থানঃ বাকসা মাঠে পরিত্যাক্ত সেচ ডিপ টিউবওয়েলের পাইপের ০১ হাত বালির নিচ হতে নং ৯৩৯৮৮ সিপাহী মোঃ আল আমিনের তথ্যের ভিত্তিতে মালিকবিহীন অস্ত্র উদ্ধার করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *