সমাজের আলো।। মনরঞ্জন রায় (৮০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার গোলাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি গোলাপপুর গ্রামে।
সুমন রায় গণেশ জানান, তার বাবা রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

