আজহারুল ইসলাম সাদীঃসাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে, চেয়ারম্যান, ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যসহ ২৫৩ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।শুক্রবার ১২ নভেম্বর দিনভর দেবহাটা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে ৫টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।১নং কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে আ’লীগের প্রার্থী আসাদুল ইসলাম (নৌকা), জেলা আ’লীগের সহ-সভাপতি আছাদুল হক (ঘোড়া) ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রাণনাথ দাশ (আনারস) প্রতীক পেয়েছেন।

২নং পারুলিয়া ইউনিয়নের আ’লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (নৌকা), উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু (আনারস) প্রতীক পেয়েছেন।

৩নং দেবহাটা সদর ইউনিয়নের আ.লীগ মনোনীত প্রার্থী আলী মোর্তজা মো. আনোয়ারুল হক (নৌকা), বর্তমান চেয়ারম্যান আবু বকর গাজী (আনারস), সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম (মোটরসাইকেল), বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন বকুল (চশমা), দীন ইসলাম (অটোরিকশা) ও রানা (ঘোড়া) প্রতীক পেয়েছেন।

৪নং সখিপুর ইউনিয়নের আ’লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী শেখ ফারুক হোসেন রতন (নৌকা), কাঁকড়া ব্যবসায়ী সাইফুল ইসলাম (মোটর সাইকেল), সাবেক চেয়ারম্যান সালামতুল্যাহ গাজীর ছেলে আব্দুল আজিজ (ঘোড়া) এবং দলিল লেখক আবু হাসান সাঈদ (আনারস) প্রতিক পেয়েছেন।

৫নং নওয়াপাড়া ইউনিয়নের আ’লীগ মনোনীত প্রার্থী আলমগীর হোসেন (সাহেব আলী) (নৌকা), বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম (আনারস), রাজিব হোসেন রাজু (চশমা) প্রতিক পেয়েছেন।

সব মিলিয়ে উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান পদে মোট ১৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া উপজেলার পাঁচ ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ৫৮ জন নারী এবং সাধারণ সদস্য পদে আরোও ১৭৭ জন পুরুষ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২৮ নভেম্বর-২০২১ অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *