সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বয়ারবাতান গ্রামে ভূমিহীনদের জমি দখল করার জন্য ভূয়া কাগজ তৈরি করার প্রতিবাদে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাসহ ভূয়া জমির মালিকদের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করার অভিযোগ পাওয়া গেছে। ভূমিহীনদের পক্ষ থেকে আব্দুল আজিজ অভিযোগে জানান, ধুলিহর বয়ার বাতান গ্রামের মো. গোলাপ মোড়লের পুত্র মো. আব্দুল আজিজ (৪৮), মৃত রহিম বকসের পুত্র কেরামত আলী, কেরামত আলীর পুত্র রফিকুল ইসলাম, মৃত কোরমান আলী মোড়লের পুত্র গোলাপ মোড়ল, মৃত মোফাজ্জেলের কন্যা মোছা. রাফেজা খাতুন, মৃত আব্দুর রহিমের পুত্র আব্দুল হামিদ, মৃত রজব আলীর পুত্র সফিকুল ইসলাম, শফিকুল ইসলামের পুত্র মামুন, রজব আলীর পুত্র নজরুল ইসলাম, মৃত রজব আলী পুত্র সফিকুল ইসলামসহ একাধিক ভূমিহীন পরিবার দীর্ঘ ৪০ বছর যাবত ধুলিহর মৌজা এসএ খং- ৩১৬২ সাবেক দাগ-১৩২৮৫ জমি ১-৩৪ শতক জমির ভিতর .৯৭ শতক জমি ভোগ দখল করে আসছি। আর আমাদের থাকার কোন জায়গা না থাকায় সরকারী খাস জমি ভোগ দখলের জন্য অনুমতি দেন তৎকালীন ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেখান থেকে আমরা ভোগ দখল করে আসছি।

