সমাজের আলো : সাতক্ষীরা সদরের পদ্মশাখরা কোহিনুর ক্লাব আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন হয়েছে।শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে টুর্নামেন্ট’র উদ্বোধন করেন
সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজীসহ স্থানীয় গর্নমান্য ব্যাক্তিগন।উদ্বোধনী খেলায় ভোমরা ফল ব্যবসায়ী ফুটবল একাদশ বনাম ভাতসালা ফুটবল একাদশের মধ্যেে অনুষ্ঠিত হয়
পদ্মশাখরা ফুটবল মাঠে।টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ভোমরা ফল ব্যবসায়ী ফুটবল একাদশ ২ গোল করে, খেলার শেষ মুহূর্তে ভাতসালা ফুটবল একাদশ ১ গোল করে, ফলে ভোমরা ফল ব্যবসায়ী ফুটবল একাদশ প্রথম খেলায় জয় লাভ করে।
খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি নাহিদ হাসান সহকারি ছিলেন, ওয়াহিদ বাবলু ও পিকুল।
টুর্নামেন্টের দ্বিতীয় খেলা আগামী ১০ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

