সমাজের আলোঃ সাতক্ষীরা’র সর্বজনবিদিত কথিত পাগল কমিটির সভাপতি আকতার হোসেন সড়ক দুর্ঘটনায় আহত। তার জন্যে (A+) ৩ ব্যাগ রক্তের প্রয়োজন।
সাতক্ষীরা’র আকতার পাগল যশোরে থাকাবস্থায় ট্রাকের সাথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে। তার পা ভেঙে গেছে। সন্ধ্যায় সাতক্ষীরা ট্রমা সেন্টারে ডাঃ হাফিজুল্লাহর ক্লিনিকে তার পায়ের অপারেশন হবে। ৩ ব্যাগ (A+) রক্তের প্রয়োজন। সকলে সহযোগিতার জন্য এগিয়ে আসার দাবী করেন আক্তার পাগল।
