সমাজের আলো : গাছ লাগানো ও সংগ্রহ তার নেশা। গাছ নিয়ে কাটে তার দিন। পরিবেশ বন্ধু হিসেবে পরিচিত তিনি। কোথাও না পেলে ইয়ারবের কাছে গেলে মিলবে গাছ। সাথে আছে পরিবেশ বান্ধব জৈব সার। কয়েক পদের সার মিলবে তার কাছে। কৃষির কি নেই তার কাছে।ইয়ারব হোসেন পরিবেশ রক্ষায় ইতিমধ্যে বিপুল সংখ্যক গাছ রোপন করেছেন। গাছ লাগানো ও মানুষের মধ্যে গাছ বিতরন অব্যাহত রেখেছেন। তিনি পরিবেশ বান্ধব ভার্মি কম্পোজ সার তৈরি করেন।সার কৃষকদের দিচ্ছেন। তিনি ট্রাই কম্পোজ সার ও প্রকৃতি কীটনাশক তৈরি করেন। কৃষকদের মধ্যে বিনামুল্যে দিয়ে থাকেন। ইয়ারব হোসেন পরিবেশ রক্ষায় সভা ও সমাবেশ করেছেন। আমি তার কার্যক্রম নিজে যেয়ে দেখেছি। তিনি পরিবেশ বান্ধব কৃষি,সবজি চাষ,সার ও বন্যা প্রানী রক্ষায় কাজ করে থাকেন। ইয়ারব হোসেনের নিজ গ্রামকে ওষুধি গ্রাম করেছেন। স্কুল,কলেজ,মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মধ্যে গাছ বিতরন করেছেন। তিনি জৈব সার তৈরির জন্য কৃষকদের প্রশিক্ষন দিয়ে থাকে। বন্যাপ্রানী আটক করলে ছুটে যান ঘটনাস্থলে।আটক প্রানী অবমুক্ত করেন।ইতিমধ্যে বিরল প্রজাতির রাজহংসি,গন্ধগকুল,বাগডোড়া,ঘুঘু ও টিয়া পাখি অবমুক্ত করেছেন। ইয়ারব হোসেনের কাছে সংরক্ষন রয়েছে ৭০০ প্রজাতির হারানো,বিলপ্ত প্রজাতির গাছ। রয়েছে গাছের পাঠশালা নামে একটি ওষুধি বাগান।বাগান থেকে প্রতিনিয়ত গাছ বিনামুল্যে বিতরন করে থাকেন।রয়েছে কৃষি যাদুঘর।কৃষির হারানো নানা উপকরন সংরক্ষন রয়েছে তার কাছে।

