সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলা ১৪ নং ফিংড়ী ইউনিয়ন পরিষদে বাংলা নববর্ষ ১৪৩০ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ বাংলা বছরের প্রথম দিন টাকে নবীন বরণ করে নিতে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯ টার সময় ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ফিংড়ী বাজারের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে পুনরায় পরিষদ চত্বরে মঙ্গল শোভাযাত্রা পরিসমাপ্তি হয়।এই সময় ১৪ নং ফিংড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় চেয়ারম্যান লুৎফর রহমান তার বক্তব্যে বলেন, আজ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। অতীতের গ্লানি, দুঃখ, জরা মুছে অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ ১৪৩০-কে বরণ করে নেওয়ার দিন। উক্ত সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ী ইউনিয়নের মেম্বার মোঃ ইউসুফ সরদার, মেম্বার ও সাংবাদিক মোঃ আরশাদ আলী, মেম্বার আবু সাইদ মোল্লা, মেম্বার খাঁন আব্দুল হামিদ, মেম্বার মোঃ আব্দুল রাজ্জাক সরদার, মেম্বার দীপংকর ঘোষ, মহিলা মেম্বার মোছাঃ রেবেকা সুলতানা, রত্না রানী সরকার, সালমা খাতুন প্রমুখ। অনুষ্ঠান টি সুস্থ ও সুন্দর ভাবে পরিচালনা করেন, অনুষ্ঠানের আহবায়ক মেম্বার সাংবাদিক মোঃ আবু ছালেক, সহযোগিতায় ছিলেন, যুগ্ম আহবায়ক মেম্বার মহাফুজ সরদার ও সদস্য জাহিদুজ্জামান বাবু।

