সমাজের আলো :- বিজিবি সদস্যরা সাতটি জাল পাসপোর্ট সহ দুই জনকে আটক করেছে। আজ দুপুর ১:০০ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো সাতক্ষীরা সদরের ভোমরা গ্রামের হাবিবুল্লাহ ও সাতক্ষীরা শহরের মিজানুর রহমান।
সাতক্ষীরার ৩৩বিজি ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার জহিরুল ইসলাম জানান, বিজিবি সদস্যরা গোপনে জানতে পারে ভারত থেকে জাল পাসপোর্ট নিয়ে সীমান্ত এলাকায় আসছে কয়েক জন। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পরে সীমান্ত এলাকায় হাত বদলের সময় দুই বাংলাদেশিকে আটক করা হয়। আতকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ।সাতটি বাংলাদেশি পাসপোর্ট।পাসপোর্টগুলো ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। হাত বদলের সময় পাসপোর্ট সহ দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।
