সমাজের আলোঃ সাতক্ষীরা পৌর সদরের আবুল কালাম নামে এক ব্যাক্তির বিরুদ্ধে অসহায়দের টাকা হাতিয়ে নেযার অভিযোগ উঠেছে।
সাতক্ষীরা পৌরসভার সালিশ নামা সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদরের মধ্যকাটিয়া গ্রামের ( বাইতুন নুর জামে মসজিদ সংলগ্ন) আব্দুল কাদেরের পুত্র আবুল কালাম “সোনালি উন্নয়ন ফাউন্ডেশন” নামে ভূয়া একটি সমিতি গঠন করে।সমিতির নামে গরীব অসহায় দুস্থ্যদের নিকট হতে অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি।ভূক্তভুগীদের হুমকি প্রদান করে চলেছে বলে ব্যাপক অভিযোগ উঠে এসেছে।
প কালাম তার মাকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রলোভন দেখিয়ে অসহায় মহিলাদের সদস্য ভুক্তি করে।
তার পর কিস্তিতে টাকা উত্তোলন করে কোন ।ব্যাংক একাউন্টে জমা না দিয়ে সেই টাকা দিয়ে নিজেরা খরচ করে ।সঞ্চয়ের টাকা গ্রাহকরা ফেরত চাইলে দিন নেন।কিন্তু বার বার টাকা ফেরৎ দেয়ার প্রতিশ্রুতি দিলেও টাকা দেন নি। উল্টে হুমকি ধামকি দেন কালাম।
গ্রাহকরা তাদের জমাকৃত টাকা ফেরত না পেয়ে হয়ে পড়ছে দিশেহারা। কালাম ও তার পরিবারের হুমকির মুখে রয়েছে। সদস্যরা তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে সাতক্ষীরা পৌর সভার সালিশের বৈঠকে আবুল কালামের বিরুদ্ধে লাইসেন্স বিহীন সমিতির নামে বড় অংকের প্রলোভন দেখায়ে প্রতারনার করে অর্থ হাতিয়ে নেয়ার স্বীকারোক্তির প্রমান মেলে। যার কপি সংরক্ষিত রয়েছে।
পরে অসহায় মহিলারা পৌরসভার শালিশনামাসহ একটি অভিযোগ জেলা প্রশাসক বরাবর পেশ করেন।জেলা প্রশাসক বিষয়টি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাঠান।সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বিষয় টি সমাধানের জন্য সাতক্ষীরা সদর থানা বরাবর পেশ করেন।
সদর থানা বিষয়টি তদন্ত করার জন্য কাটিয়া ফাঁড়ি বরাবর হস্তান্তর করেন।
কাটিয়া ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান উভয় পক্ষকে পৃথক ভাবে ডেকে অসহায় মহিলাদের জমাকৃত টাকা ফেরৎ ব্যবস্থা করেন।
কিন্তু প্রায় চার মাস অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে বিষয়টি কাটিয়া ফাঁড়িতেই বিচারাধীন রয়েছে।
এপ্রতিবেদকের সাথে কাটিয়া ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান এর সাথে কথা হলে তিনি বিষয় টির সততা নিশ্চিত করেন।
