সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের ৯নং পল্লী সমাজের সদস্যদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ডিসেম্বর) সকাল ১গটার দিকে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন-সমাজসেবক কেষ্ট দাস, পল্লী সমাজের সদস্য নাছিমা, ফ্যান্সি, অলকা, মায়া রানি, তমালিকা, সুমিতা প্রমূখ। নারী নির্যাতন নির্মূলকরণে ১৬দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেন মাগুরা পল্লী সমাজের সদস্যরা। নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি, আর নয় সহিংসতা দুর হোক নিরবতা এসব শ্লোগানে সজ্জিত পোষ্টারে সদস্যরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধনে অংশ নেয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *