সমাজের আলো : সাতক্ষীরা সদরের মাহমুদপুরে পূর্ব শত্রুতার জেরে রান্না ঘরে আগুন দিয়ে ভস্মীভূত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের নামে।

গত বৃহস্পতিবার ২৯ এপ্রিল দিবাগত রাতের কোনো এক সময় সাতক্ষীরা সদরের মাহমদুপুর নাটাপাড়ার আবুল তালেব মোড়লের রান্নাঘরে আগুন দিয়ে ভস্মীভূত করাহয়।ভুক্তভোগী আবুল তালেব মোড়লের স্ত্রী মোছাঃ আলেয়া খাতুন জানান, গত বৃহস্পতিবার রাত ৩ টার দিকে সেহেরি খাওয়ার জন্য উঠলে আমার ভাশুরের ছেলে মোঃ ইমরান ফোন করে বলে করে বলে, আপনার রান্না ঘরে দাউ দাউ করে আগুন জ্বালছে। এসম আসপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়। সকালে দেখি পুরো রান্না ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী মৃত আব্দুল গনির ছেলে মোঃ সলেমান, জলিল বদ্দির ছেলে মোঃ মধু, অহেদ বক্স এর ছেলে মোঃ বাক্কার, আবুল খায়েরের ছেলে মোঃ বাবুল,, হাফিজুর রহমানের ছেলে মোঃ সুমন ও মোসলেম, মজনু, শমছের, রাশিদুল আলতাফ হোসেন দের সাথে আমাদের দীর্ঘদিন ধরে জমিজমা সহ বিভিন্ন কারণে বিরোধ চলে আসছিলো। আমার ধারণা তারায় আমাদের রান্না ঘরে আগুন দিয়েছে।তারা বিভিন্ন সময়ে আমার পরিবারের সদস্যদের হুমকি ধামকি দিয়ে আসছিলো। তারা হুমকি দিয়ে বলেছে, তারা আমাদের বাড়ি ঘর ছেড়ে চলে যেতে চলেযেতে। তারা আমার ছেলের নামেও একাধিক মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়েছে। তারা আমার রান্না ঘরে আগুন দিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। এবিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *