আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা সদর উপজেলার মৃগিডাঙ্গায় র্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন,সাতক্ষীরা সদরের কুশখালি গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে মোঃ সাগর হোসেন (২২)।র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এএসপি মোঃ মাহাবুব-উল-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে ২০ মে রাত ৯টা ১০ মিনিটের সময় মৃগীডাঙ্গা বাজারের সোহাগ ফামের্সীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়।এ সময় উক্ত ব্যক্তিকে এক কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা থানায় মামলা হয়েছে, ২১মে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১৯(ক) ধারা।

