সমাজের আলো : সাতক্ষীরা’র শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদ এর শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৮ মার্চ-২০২২) সাতক্ষীরা সদরের শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদ এর শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বার বার নির্বাচিত সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।
এলাকার সকলের প্রচেষ্টা নিয়ে পবিত্র জুম্মা মোবারক ও শবেবরাত এর দিন শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদ’এ জুম্মার নামাজের মাধ্যমে উদ্বোধন এর সময় আরো উপস্থিত ছিলেন, ৯নং ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ঢালী, ৯নং ব্রক্ষরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ নূরুল হুদা, প্রফেসর আব্দুল ওয়ারেস সরদারসহ গ্রামের গন্যমান্য ব্যাক্তি ও মুসল্লীগণ।শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজে যারা দান ও সহযোগিতা করেছেন তাদের জন্য নামাজান্তে দোয়া করা হয়।উল্লেখ শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদ এর নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের ৮ই জানুয়ারি শুক্রবার।
বর্তমানে ঐতিয্যবাহী মসজিদটির নির্মাণ কাজ অব্যাহত আছে।
