রবিউল ইসলাম: সাতক্ষীরার শ্যামনগরে ঋণের চাপে গৌরপদ সরদার (৬০) নামে এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে পূর্বকালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহননকারি ব্যক্তি ওই গ্রামের মৃত অতুল কৃষ্ণ সরদারের ছেলে।
নিহতের জ্যাঠাতো ভাই তপন সরদার জানান, পাওনাদারদের ঋণের চাপে বেশ কিছুদিন ধরে তার কাকা গৌরপদ সরদার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে সবার অজান্তে গভীর রাতে নিজ গৃহের পাশে গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। ঋণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

