সমাজের আলো  : সাতক্ষীরার শ্যামনগরে চলছে ডেঙ্গু ক্রাশ ক্যাম্পেইন,
ভয় নয়, সচেতনতাই রুখেই ডেঙ্গু” এই ¯স্লোগানকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় উপকূলীয় যুব সংগঠন কোস্টাল ইয়ূথ নেটওয়াকর্ শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক ভাবে ডেঙ্গু ক্রাশ ক্যাম্পেইন করছে। শ্যামনগর দেশের সর্ব বৃহত্তম উপজেলা এখানকার অধিকাংশ মানুষ দিনমজুর ও কৃষিশ্রমিক যদি এখানে ডেঙ্গুর ভয়াবহতা ছড়িয়ে পড়ে তা মোকাবেলা করা এখানের মানুষের জন্য খুবই কঠিন হবে। তাই সাধারন মানুষ ও যুবদের মধ্যে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে সংগঠনটি উপজেলার – শ্যামনগর সদর, কাশিমাড়ী, ভুরুলিয়া, গাবুরা, আটুলিয়া, পদ্মপুকুর ইউনিয়ন সমূহ লোকালয় বা গ্রামীণ পর্যায়ে এই ডেঙ্গু ক্লাস ক্যাম্পেইন করে চলেছে। এসময় সংগঠনের সদস্যরা সাধারণ মানুষদের বলেন এ থেকে মুক্তির একমাত্র উপায় নিজে সচেতন থাকা, অন্যকে সচেতন করা এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *