সমাজের আলো।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগরের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার। এ সময় তিনি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
১লা জানুয়ারি ২ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়।
এসময় তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় স্থানীয় ভোটার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পুলিশ সুপার বলেন, সকল ভোটার নির্ভয়ে, নির্বিঘ্নে ও স্বাধীনভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে। কেউ যদি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে বা ভোটাধিকার বাধাগ্রস্ত করতে চায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল জনাব শাহরিয়ার রাজীব, নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি), সাতক্ষীরা, জনাব এসএম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা, জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),সাতক্ষীরা, জনাব মোঃ রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল), সাতক্ষীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

