সমাজের আলো।।
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কাঠামারী-পরানপুর এলাকার সর্বসাধারণ মানুষ লবন পানি উত্তোলন বন্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় ৫ নং কৈখালী ইউনিয়নবাসীর আয়োজনে
কাঠামারী-পরানপুর ওয়াফদা রাস্তার উপরে অত্র এলাকার শত শত নারী-পুরুষদের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, সমাজসেবক এম এম শহিদুল ইসলাম মল্লিক, পরানপুর এ রউফ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এম গণি, বিএন পি নেতা মোঃ মাহমুদ হোসেন বাবু মল্লিক, মোঃ হবিবার রহমান হবি, কৈখালী ইউনিয়ন প্রতিবন্ধী সংস্থার সভাপতি এস এম আক্তার হোসেন প্রমুখ। বক্তারা বলেন,
স্থানীয় মহিলারা লবন পানি উত্তোলনের ফলে তাদের শাররীক সমস্যা ও দৈনন্দিন কষ্টের কথা। লবনাক্ততার কারনে বিশেষ বিশেষ ব্যক্তিগন শত শত বিঘা জমি একত্রিত করে লবন পানির ঘের করেন এর ফলে গরীব ও স্বল্প আয়ের মানুষ গুলো বেকার হয়ে পড়েন। লবনাক্ততার ফলে জীব বৈচিত্রে ব্যাপক নীতিবাচক প্রভাব পড়ছে। এলাকায় মানুষের বসাবসের অনুপোযোগী হয়ে পড়েছে। অপরিকল্পিত ও অবৈধ ভাবে ওয়াফদা ছিদ্র করে লবন পানি প্রবেশ করাচ্ছে একটি প্রভাবশালী স্বার্থন্বেষী মহল। যার ফলে ওয়াফদার বেড়ীবাঁধ ভেঙ্গে প্রতিবছরই প্লাবিত হয় এবং অন্য দিকে জীববৈচিত্রে ব্যাপক প্রভাব পড়ে। এলাকার প্রভাব শালী ব্যক্তিরা শত শত বিঘা জমি একত্রিত করে লবন পানির ঘের করেন যার ফলে অধিকাংশ মানুষ বেকার হয়ে পড়ে এবং অন্যত্র কাজের সন্ধানে চলে যেতে হয়। গুটি কয়েক ব্যক্তির জন্য কৈখালীর ৪, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মানুষ লবন পানিতে জর্জরিত এ দুর্ভোগ হতে মুক্তির জন্য প্রশাসনের দৃষ্টি আর্কষন করেন। দীর্ঘদিনের এ লবন পানির অভিশাপ হতে মুক্তির জন্য এলাকাবাসীর একত্রিত হওয়াই প্রমাণ করে যে লবন পানি মানুষের জন্য একটি অভিশাপ। উপস্থিত সকলে কৈখালী হতে চিরতরে লবন পানি বন্ধের জন্য একত্মা ঘোষনা করেন।

