শ্যামনগর-৪ আসনে জোটের প্রার্থী হচ্ছেন সাবেক এমপি গোলাম রেজা,
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ
সমাজের আলো।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম রেজা। ইতিমধ্যেই তিনি নেতাকর্মীদের মাঠে নেমে প্রচারণা শুরু করার নির্দেশ দিয়েছেন।
শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় গোলাম রেজার সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ শুরু করেছেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপি ও জামায়াত পৃথকভাবে নির্বাচনে গেলে সাবেক এমপি গোলাম রেজা বাড়তি সুবিধা পেতে পারেন।
১৯৯৬ সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে গোলাম রেজা জামায়াতের কাজী নজরুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে রাজনৈতিক অঙ্গনে বড় চমক দেখান। এরপর থেকেই শ্যামনগরের ভোটের সমীকরণে পরিবর্তন আসে।
শ্যামনগরের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত দেশের সর্বদক্ষিণের এই আসনটি ভৌগোলিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচিত হওয়ার পর গোলাম রেজা এলাকায় সড়ক, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ ও মাদরাসাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেন, যা আজও স্থানীয়দের কাছে স্মরণীয়।
গোলাম রেজার ঘনিষ্ঠ একাধিক কর্মী জানান, তিনি ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন এবং প্রতিটি ইউনিয়নে প্রচার-প্রচারণার নির্দেশ দিয়েছেন।
সাবেক এমপি গোলাম রেজা বলেন,
“আমি জোটের প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন থেকে নির্বাচন করব। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। ১৯৯৬ সালে নির্বাচিত হওয়ার পর শ্যামনগর-কালিগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে আমার হাত ধরে। কিন্তু গত ১৭ বছরে এ অঞ্চলের উন্নয়ন অনেক পিছিয়ে পড়েছে।”
তিনি আরও বলেন,
“শ্যামনগর দেশের সর্ববৃহৎ উপজেলা, সুন্দরবনের পাশে অবস্থিত। এখানকার চিংড়ি, কাঁকড়া ও মধু জাতীয় সম্পদে পরিণত হয়েছে, কিন্তু সেই তুলনায় উন্নয়নের ছোঁয়া খুবই কম। আমি আবারও জনগণের সেবা করার সুযোগ চাই।”
স্থানীয় রাজনীতিতে গোলাম রেজার মাঠে ফেরা শ্যামনগরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আসন্ন নির্বাচনে এ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলছে ইতিমধ্যেই।

