সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা গ্রামে অবৈধভাবে সরকারি জায়গায় মাটি ভরাট করে দখল করার অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, সদর উপজেলার ইন্দিরা গ্রামের মেহের আলীর পুত্র আব্দুস সালাম নামে একব্যক্তি গায়ের জোরে অবৈধভাবে সরকারি জায়গায় মাটি ভরাট করে দখল করেছেন। গত সোমবার সকালে আব্দুস সালাম সরকারী জায়গা ডিসিআর না নিয়ে গায়ের জোরে তার নিজের শ্রমিক দিয়ে অবৈধভাবে সরকারি জায়গায় মাটি ভরাট করতে থাকে। একপর্যায়ে সরকারি জায়গা দখল ও মাটি ভরাটের বিষয়ে আগরদাড়ী ভূমি অফিসের নায়েব আকরামুল ইসলাম খবর পেয়ে ওই সরকারি জায়গায় মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয়। ওই সরকারি জায়গায় আব্দুস সালাম মাটি ভরাট করে ঘর নির্মাণ করার তার পরিকল্পনা ছিল বলে স্থানীয়রা জানান। তবে ওই সরকারি জায়গা দখল ও মাটি ভরাটের কাজ করার জন্য উপরে মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ বিষয়ে আগরদাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আকরামুল ইসলাম বলেন, সরকারি জায়গা দখল ও মাটি ভরাটের কাজের বিষয়ে আমি খবর পেয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দিই। তবে পুনারায় ওই সরকারি জায়গা দখল ও মাটি ভরাটের কাজ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *