সমাজের আলো : অশ্রুসিক্ত শ্রদ্ধা ও ভালবাসায় একেএম আনিসুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত ১৬ ডিসেম্বর দুবাইতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি একাধারে বরসা রিসোট, চায়না বাংলা সপিং সেন্টার, সিবি হাসপাতাল সাতক্ষীরার এমডি ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক ছিলেন। হাজারো মানুষের কর্মসংস্থানের অভিভাবক ছিলেন তিনি। সাতক্ষীরার বাটকেখালি কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তার জানাযায় অংশ গ্রহণ করে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি, জেলা প্রশাসক মো. হুমায়ন কবীর, পুলিশ সুপার মো. মুস্তাফিজুর রহমান, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা। এ সময় তারা বলেন, তার রেখে যাওয়া সকল প্রতিষ্ঠানগুলো যেন মানুষের কল্যাণে আগের মত চলতে পারে সেজন্য সকলের কাছে দোওয় চাওয়া হয়। মরহুমের পিতা আজিজুর রহমান অশ্রুশিক্ত নয়নে সকলের কাছে সন্তানের জন্য দোয় চান।
এর আগে তার মরদেহে নিজ বাড়িতে শ্রদ্ধা জানান, সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, জেলা ক্রীড়া সংস্থা, চায়না বাংলা গ্রুপ, দৈনিক সুপ্রভাত সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের আহ্বায়ক সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, রামকৃষ্ণ চক্রবর্তী, সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেমসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। তার মৃত্যুতে সকল শ্রেণী পেশার মানুষসহ সংবাদকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ও সম্পাদক হিসেবে সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মৃত্যুকালে তিনি পিতা মাতা দুই ভাই এক বোন, স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

