iসমাজের আলো: সাতক্ষীরা সদর উপজেলার ন ২০১৪ সালে একটি বাড়ি একটি খামার সমিতির সদস্য হয়েছেন। প্রতি মাসে সঞ্চয় টাকা জমা দিয়ে যাচ্ছেন তিনি। তবে অফিস থেকে টাকা জমা দেওয়ার বই আজও পায়নি। আবার অডিট অফিসার এসে বলে গেছে তার নামে ১০ হাজার টাকার ঋণ উঠানো হয়েছে। ঋণ নেওয়া সম্পর্কে কিছুই তার জানা নেই। একই গ্রামের কামরুজ্জামান জানালেন সমিতি কর্মকর্তারা তার বাবা, ভাইও বোনের নামে ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। বৃদ্ধ নাসের সরদার জানালেন তিনি কখনও অফিসে যাননি। কোন কাগজ পত্রে স্বাক্ষর করেননি। অথচ তার নামে ঋণ নেওয়া হয়েছে ২০ হাজার টাকা। সদস্য বই তার বাড়িতে আছে। কি ভাবে এই ঋণের টাকা দেওয়া হল ? আর কে উঠালো এই টাকা ? এসময় রিক্তা খাতুন বললেন তার নামেও ঋণ উঠানো হয়েছে। আহাদ আলী প্রতিবেদককে জানান, তাদের স্বাক্ষর ছাড়া কিভাবে এই প্রতারকদের কাছে ঋণের টাকা দেয়। মনিরুজ্জামান জানান একটি বাড়ি একটি খামার সরকারি প্রতিষ্ঠান। তার সদস্য বই কেন অফিসের লোকজনদের কাছে থাকবে ? আর এভাবে কেন সদস্যদের নামে টাকা তুলে পকেট ভর্তি করবে অফিসাররা। এসময় আলী হোসেন, হামজের আলী জানালেন তারা ঋণ নিয়ে ছিলেন। ঋণের টাকা সুদসহ পরিশোধ করেছেন। তবে অফিসে জমা হয়নি। এমনই অভিযোগ করলেন তৈয়েব আলী, পারভীন খাতুন, হাছিনা খাতুন, নাজমা খাতুন, আবেদা সহ অসংখ্যা সদস্য। একই অভিযোগ করলেন বাশদহা ইউপি চেয়ারম্যান মোশারাফ হোসেন। তার নামে ও তার মায়ের ন্ামে কে বা কারা এই অফিস থেকে ঋণ নিয়েছে যার কোন কিছুই তার জানা নেই। আমার বাড়ি আমার খামার প্রকল্পের ঢাকা অফিস থেকে অডিট অফিসার আসার পরে গ্র্াহকরা এসব তথ্য জানতে পারেন। আমার বাড়ি আমার খামার প্রকল্পের গ্রাহকদের এসব অভিযোগ সম্পর্কে জানতে এই প্রতিবেদক যান সদর উপজেলা অফিসে। অফিসের লোকজনদের সাথে কথা বলতেই বেড়িয়ে আসে গ্রাহকদের ভোগান্তি আর অনিয়মের কাহিনি। অফিসের কর্মরত অফিসাররাই আমার বাড়ি আমার খামার প্রকল্পের ১ কোটি ২৭ লাখ টাকা আতœসাৎ করেছেন। সদস্যদের কাগজ পত্র জালজালিয়াতি করে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন অসাধু এই অফিসাররা। গ্রাহকের নিকট থেকে সঞ্চয় ও ঋণের টাকা নিয়ে ব্যাংকে জমা না দিয়ে নিজেদের পকেট ভারি করেছেন।

