ইয়ারব হোসেনঃ সাতক্ষীরায় আরো একজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৪ জন আক্রান্ত হলেন।শনিবার দুপুরে এ রিপোর্ট কলারোয়ায়া হাসপাতালে আসে।
আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষা করা হয় ১৩ মে।
তার নাম মাজেদুল ইসলাম (৩৭)। তার বাড়ি কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কি ।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএসআই ডাক্তার মোঃ জিয়াউর রহমান জানান, ১৩ তারিখে তার নমুনা সংগ্রহ করা হয়।শনিবার দুপূরে রিপোর্ট তার শরীরে ধরা পড়ে। তার রিপোর্ট এসেছে ।তার শরীরের করোনা পজিটিভ। তিনি বলেন বর্তমানে রোগী বাড়িতে আছেন।তার বাড়ি লকডাউন করা হবে।সে ইতিমধ্যে কার কার সাথে চলাফেরা করেছে সেটি তথ্য নেওয়া হবে।
