ইয়ারব হোসেনঃ সাতক্ষীরায় এক দিনে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৯ জন আক্রান্ত হলেন। তার ভেতরে একজন সুস্থ হয়েছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, জেলায় ৬৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ২৮জনের শরীরের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে একজন করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সকলে বাড়িতে আছেন।
তিনি জানান, দেবহাটা উপজেলায় ২৪ ও আশাশুনি উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন। এর আগে জেলায় ৫ জন আক্রান্ত হয়েছেন।

