সমাজের আলো : সাতক্ষীরায় একসপ্তাহে তিনটি হত্যার ঘটনা ঘটেছে। একই সময়ে আরও তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্থানীয় বিরোধ ও সড়ক দুর্ঘটনায় এ সময় আহত হয়েছেন অন্তত আরও ২০জন। পুলিশ, র‌্যাব ও বিজিবির পৃথক অভিযানে এসময় উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান ভারতীয় রুপার গহনা ও মাদকদ্রব্য। ধর্ষণের শিকার হয়েছেন একজন এসএমসি পরীক্ষার্থী। ডাকাতি সংঘটিত হয়েছে অন্তত দুই বাড়িতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় নিখোঁজের চার দিনপর রোববার (১৭ এপ্রিল) সকালে রৌফন নেছা (৭০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাতক্ষীরা সদর উপজেলার শুকদেবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রায় ১০০ গজ দূরে মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রৌফন নেছা ওই গ্রামের সিদ্দিুকুর রহমানের স্ত্রী। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, ওই নারীকে পরিকল্পিতভাবে হত্যার পর বস্তায় ভরে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।

এদিকে, গত ১৪ এপ্রিল সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ। পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ ও স্থানীয়দের ধারণা তাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দিতে পারে ঘাতকরা। পাটকেলঘাটা থানার ওসি তদন্ত বাবলুর রহমান খান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে গত ৮ এপ্রিল রাতে কালিগঞ্জে অর্থ ও সম্পত্তিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে। নিহত আম্বিয়া খাতুন (৭০) ছনকা গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী। নিহত ওই মায়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত দেখা যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি রহস্যজনক। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এদিকে কালিগঞ্জে আম্বিয়া খাতুন (৭০) নামে ওই বৃদ্ধাকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান (৪৫) ও তার স্ত্রী রোজিনা আক্তার বিউটি (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *