নিজস্ব প্রতিনিধি: ওয়াজ মাহফিলে গিয়ে তৃতীয় শ্রেণীর এক শিশু কন্যা এলাকার চিহ্নিত মাদকসেবী ও লম্পটের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ওই লম্পটকে আটক করে সাতক্ষীরা সদর পুলিশের নিকট সোপর্দ করেছে।
এলাকাবাসী জানায়, গত সোমবার (১৫ মার্চ) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসা ময়দানে বাৎসরিক ওয়াজ মাহফিল চলছিল। এই মাহফিলের মনোহারীর বাজার থেকে কেনা-কাটা করে ফেরার পথে অন্ধকারে ধুলিহর তালতলা এলাকার ৩য় শ্রেণীর ছাত্রী (৯) কে জোরপূর্বক জাপটে ধরে ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের মৃত নুর ইসলাম মিস্ত্রীর পুত্র এলাকার চিহ্নিত মাদকসেবী ও লম্পট বকুল মিস্ত্রী (২৭) শ্লীলতাহানি ঘটায়। এ সময় শিশু কন্যার ডাক চিৎকারে লম্পট বকুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গত মঙ্গলবার (১৬ মার্চ) লম্পট বকুল মিস্ত্রী শ্লীলতাহানির শিকার শিশু কন্যার বাড়ির এলাকায় গেলে তাকে চিনতে পেরে পরিবার সহ স্থানীয় লোকজনকে জানায়। এ সময় স্থানীয় জনতা ধরে তাকে গণধোলাই দিয়ে সাতক্ষীরা সদর পুলিশের নিকট সোপর্দ করে।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা হয়েছে। মামলা নং-৪৮, তাং ১৬.০৩.২০২১ ইং।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা থানার এস,আই ওসমান গণি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি সত্য বলে প্রতিয়মান হয়েছে। আসামীেেক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ওই শিশু কন্যাকে আদালতে মাধ্যমে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, বকুল মিস্ত্রী এলাকার চিহ্নিত মাদকসেবী ও লম্পট হিসেবে পরিচিত। সে সাতক্ষীরা সদর থানার তালিকাভূক্ত মাদকসেবী। কিছুদিন পূর্বে বালিথা ঘোষপাড়া এলাকায় গোয়াল ঘর থেকে গরু চুরি করতে গিয়ে হাতে-নাতে গ্রামবাসীর কাছে ধৃত হয়। এ ঘটনায় সে অনেক দিন জেল খেটেছে।

			