সমাজের আলোঃ পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা ৩ টি বাড়ি লকডাউন ঘোষনা করেছেন। ঈদের দিনে সাতক্ষীরা সদর উপজেলার রইচপুরের মোঃ আইয়ুব আলী (৭০) করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । করোনা আক্রান্ত হয়ে থাকার আশংকা থাকায় সংক্রমণ প্রতিরোধে আয়ূব আলির তিন ছেলের বাড়ি লকডাউন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাতক্ষীরা সদর থানার কুইক রেসপন্স টিম লকডাউন করেন।
কুইক রেসপন্স টিমে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আবুল কালাম আজাদ, এস আই (নিঃ) আহমদ আলী এবং এএসআই (নিঃ) ফরহানা ইসলাম।
এ সময় কুইক রেসপন্স টিমের সদস্যরা এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার, স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
