সমাজের আলো : করোনায় এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে তাদের মৃত্যু হয়।মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের আব্দুল কাইয়ুম (৪৫), কলারোয়া উপজেলার মদনপুর গ্রামের আশরাফ উদ্দীন (৮০), সাতক্ষীরা সদরের গফুর সরদার (৮০) ও দেবহাটা উপজেলার শশাডাঙাগা গ্রামের যমুনা রানী (৫০)।মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে কয়েকদিন আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

