ইয়ারব হোসেনঃ সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে একজন ও শনিবার ভোর একজনের মৃত্যু হয়েছে।সাতক্ষীরা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান জ্বর ও শ্বাসকষ্ট  নিয়ে সদর উপজেলার কাথন্ডা গ্রামের পিয়ার আলি (৩৭) ও তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের শহিদুল ইসলাম (৬৩) ভর্তি হন। তাদের অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে পিয়ার আলি ও শনিবার ভোরে শহিদুল ইসলাম মারা যান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *