সমাজেরআলো: সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।
মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার রামনগর কালিকাপুর গ্রামের নাসির উদ্দীন সরদারের স্ত্রী হালিমা খাতুন (৭০) ও শ্যামনগর উপজেলার গোমানতলী গ্রামের মৃত হাসিম মেল্লার পুত্র আব্দুল গফুর (৮৬)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত পহেলা জানুয়ারী তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

