ইয়ারব হোসেনঃ সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করার কিছূ সময় পর তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৩ তে।আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৬ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জানান,সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালের আইসোলশনে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
মৃত নারীর নাম আখিরন বিবি (৪৩)। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শাজাহান আলীর স্ত্রী।তিনি বুধবার সাড়ে ১ ১ টার দিকে ভতি হন।তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি জানান, তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হবে।ইসলামি ফাউন্ডেশনের সদস্যরা তাকে দাফোন করবেন।এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে। এদিকে, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
