সমাজের আলো রিপোর্টঃ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “করোনা পরিস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কিত জেলা প্রশাসকের নিয়মিত ব্রিফিং” অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিং এ সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল মানুষকে ভালো রাখার জন্য এবং সচেতন করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে তাদের কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেটদের ব্যাক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে সচেতন থাকার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদূল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বদরুদ্দোজাসহ সরকারী কর্মকর্তগন উপস্থিত ছিলেন।
