সমাজের আলোঃ সাতক্ষীরায় কোভিড-১৯ পজেটিভ সনাক্ত ও অসুস্থ হয়েছেন ৫জন সাংবাদিক। কোভিড-১৯ আক্রান্ত ও অসুস্থ হয়ে চিকিসাধীন সাংবাদিকরা হলেন, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক মো. হাবিবুর রহমান, দৈনিক ভোরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ড. দিলিপ কুমার দেব, দৈনিক মানব কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি ও আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও চ্যানেল ৭১’র সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী।
করোনা আক্রান্ত ও অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থ্যতা ও সকলের দোয়া-আশীর্বাদ কামনা করছি।

