সমাজের আলোঃ সোমবার সাতক্ষীরা জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে সামাজিক দুরত্ব বজায় রেখে গণপরিবহন চলাচল সরেজমিন পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) । তিনি পরিবহণ/বাস মালিক ও শ্রমিকদের সচেতন করার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ।সামাজিক দূরত্বটা মেনে যা ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যানবাহন চলাচলের জন্য বলেন। সুপার সাতক্ষীরা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোহাম্মাদ ইলতুৎ মিশ । দিকনির্দেশনা শেষে পরিবহণ মালিক, শ্রমিকদের মাঝে ফেস মাস্ক বিতরণ করেন।
