আজহারুল ইসলাম সাদীঃ ঘূর্ণিঝড় ইয়াশ এর প্রভাবে সাতক্ষীরা উপকূলের চারটি উপজেলার ৭ হাজার ৫৬০টি মৎস্য ঘের প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫৫ কোটি টাকা।জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলার শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ২৭টি ইউনিয়নের ৭ হাজার ৫৬০টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আয়তন ৬৭৩৮ হেক্টর, এই খাতে মাছ এবং অবকাঠামোগত সব হিসাব মিলিয়ে অন্তত ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।জেলা মৎস্য অফিসার মশিউর রহমান জানান, পূর্ণিমার ভরা জোয়ারে বেড়িবাঁধ ভেঙে ও ওভার ফ্লো হয়ে নোনা পানি প্রবেশ করায় সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও দেবহাটা উপজেলার বিস্তীর্ণ এলাকার চিংড়ী ঘের এখন পানির নিচে।ঘুর্ণিঝড় ইয়াস এর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে সাতক্ষীরা জেলার অন্তত ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে লোনা পানি ঢুকেছে।জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, এলাকাজুড়ে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, ক্ষয়ক্ষতি এখনও পুরোপুরি নিরুপন না করা গেলেও বাঁধ এবং মাছের ব্যাপক ক্ষতি হয়েছে।ইহা ছাড়া সদরের ভোমরা ইউনিয়ন এর হাড়দ্দাহ এলাকায়, ইছামতী নদীর বেড়িবাঁধ প্লাবিত হয়ে নোনা পানি প্রবেশ করায়, মিষ্টি পানির পুকুর এর মাছ মারা যাওয়ায় মৎস্য ব্যবসায়িরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

