সমাজের আলো রিপোর্ট: সাতক্ষীরায় করোনার অযুহাতে হঠাৎ চালের বাজার অস্থির করে তুলেছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। দিনের পর পর দিন ইচ্ছা খুশি মত বাড়িয়ে দিচ্ছে চালের দাম। বাজারে ধানের মূল্য তেমনটি না বাড়লেও চালের মূল্য বাড়ছে তরতর করে। এতে করে সমস্যায় পড়েছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষেরা। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। সচেতন মহল মনে করছেন বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকার সুযোগে সিন্ডিকেট ব্যবসায়ীরা সুযোগটা নীরবে কাজে লাগিয়ে যাচ্ছে। অতি মুনাফালোভী পাইকারি ব্যবসায়ী, মিলার ও চাতাল মালিকদের একটি সিন্ডিকেট অতি মাত্রায় ধান ও চাল গোডাউনে অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ভোক্তাদের জিম্মি করে চালের দাম বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।পাইকারি বাজারে বস্তা প্রতি চালের দাম (৫০ কেজি) ৩০০ টাকা থেকে ৪০০ টাকা বৃদ্ধি পেলেও খুচরা বাজারে বেড়েছে ৪০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত।
এদিকে, ধানের বাজারে খবর নিয়ে জানা যায়, গত ১৫ দিনে ধানের বাজারে ধানের দাম প্রতি বস্তা (৬০ কেজি) ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সে হিসাবে শুধু মাত্র চালের দাম অল্প কিছু বাড়ার কথা। অথচ বাজারে সব ধরনের চালের দাম বৃদ্ধি পেয়েছে। তবে মিলার ও চাতাল মালিকদের একটি সিন্ডিকেট ইরি ধান কাটার মৌসুমের শুরুতে স্থানীয় ফড়িয়াদের মাধ্যমে ব্যাপক মাত্রায় আগে ভাগেই ধান কিনে গোডাউনে অবৈধ মজুদ রাখায় ধীরে ধীরে এইসব ব্যবসায়ীরা চালের দাম প্রতিদিনই বাড়িয়ে দিচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, বড় বড় ব্যবসায়ীরা অবৈধ মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। তারা নিজেরাই সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করছে ধান ও চালের বাজার। সাতক্ষীরায় শুরু করেছেন সিন্ডিকেট ব্যবসা। এসব অবৈধ ধান ও চালের মজুদ সিন্ডিকেট ভাঙ্গতে না পারলে বাজার নিয়ন্ত্রন কঠিন হয়ে পড়বে।
একজন খুচরা চাল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, বড় বড় মিল ও চাতাল ব্যবসায়ীরা চাল বিক্রিতে অনীহা দেখাচ্ছে। গোডাউনে মজুদ বাড়ানোই হলো এদের আসল উদ্দেশ্যে। করোনার সুযোগকে কাজে লাগিয়ে বড় বড় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন।
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা, আলিপুর, ধুলিহর সহ বিভিন্ন এলাকায় মিল ও চাতাল মালিকরা ১০ থেকে ২০ টা বড় বড় গোডাউন তৈরি করে ৫ হাজার থেকে ৩০ হাজার বস্তা ধান গোডাউনে অবৈধ মজুদ করে রেখেছে। যার ফলে এখন ধানের ভরা মৌসুমে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে অস্থির করে তুলছে।
সরেজমিনে সাতক্ষীরার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রকার ভেদে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি ৬ থেকে ১২ টাকা পর্যন্ত। সপ্তাহখানেক আগে সাতক্ষীরায় ২৮ চালের দাম ছিল পাইকারী বাজারে ২১০০ টাকা বস্তা (৫০ কেজি) সেটা বেড়ে এখন বিক্রি হচ্ছে ২৪০০ টাকা, মিনিকেট ছিল ২২৫০ টাকা বস্তা (৫০ কেজি) এখন বিক্রি হচ্ছে ২৬০০ টাকা, উত্তরবঙ্গ থেকে আসা বাংলা এলসি মোটা চাল ছিল ১৭০০ টাকা বস্তা (৫০ কেজি) এখন বিক্রি হচ্ছে ১৯০০ টাকা। এসব চাল খুচরা বাজারে গিয়ে কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়ে বিক্রয় হচ্ছে।
সাতক্ষীরা সদর উপজেলার কৃষক আতিয়ার রহমান জানান, গত ১৫ দিনে ধানের দাম বৃদ্ধি না পেলেও বড় ব্যবসায়ীরা নিজেদের মধ্যে সিন্ডিকেট তৈরি করে ধান মজুদ করে রেখে বাজারে ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের দাম বৃদ্ধি করছে।
সাতক্ষীরা বড় বাজারে চাল কিনতে আসা আনোয়ার হোসেন জুয়েল ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে গিয়ে প্রায় বিব্রত হতে হয়। আজ এক দাম তো কাল আরেক দাম।
চালক্রেতা ভ্যান চালক আদর আলী জানান, আমরা নিম্ন আয়ের মানুষ। করোনার মধ্যে আয়-রোজগার কমে যাওয়ায় খুব কষ্টে আছি। সম্ভব হয় না একসাথে অনেক চাল কিনে রাখি। ৫-৭ কেজি করে চাল কিনি। কয়েকদিনের মধ্যে হঠাৎ চালের দাম বেড়ে গেছে। শুনছি আরও বাড়বে। অভাবের সংসারে এখন কি করব ভেবে পাচ্ছি না।
আবু দাউদ নামে এক খুচরা চাল ব্যবসায়ী জানালেন, আমরা বেশি মূল্যে চাল ক্রয় করছি বলেই বেশি মূল্যে চাল বিক্রয় করছি। বড় বড় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন। আমাদের কী দোষ বলেন?




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *