সমাজের আলো : মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফোরামের সদস্য সংগঠনসমুহের পরিচালনায় পথশিশু ও ছিন্নমূল মানুষের দুপুরের খাবারের জন্য ‘অনাহারীর আহার’ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।১ জানুয়ারি দুপুর ১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আব্দুস সালাম জানান, মাত্র ২টাকার বিনিময় পথশিশু ও ছিন্নমূল মানুষের এ খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ খাবার বিতরণ জেলাব্যাপী চলমান থাকবে বলেও তিনি জানান। প্রধান অতিথি হিসেবে কর্মসুচির উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, আবুল কালাম আজাদ (অন্ধ প্রতিবন্ধী কল্যান সমিতির সাধারণ সম্পাদক), আশ্রয় এনজিও’র নির্বাহী পরিচালক গিয়াসউদ্দিন আহমম্মদ, দৃষ্টিনন্দনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালী, আপন সংস্থার নির্বাহী পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী গুলশান আরা, মানব উন্নয়ন সংস্থার নিবাহী পরিচালক আব্দুর রহমান, সঞ্চিতা’র সভানেত্রী সিরাজুন সঞ্জু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ ও রবিউল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *