সমাজের আলো : সাতক্ষীরায় জনপ্রিয় হয়ে উঠেছে সদর উপজেলার তুজুলপুরের ইয়ারব হোসেনের কৃষি বীজ ব্যাংক। বিভিন্ন প্রতিবন্ধকতা সহনশীল জাতের বীজধান বিনা পয়সায় নিতে পেরে খুশি কৃষক। জেলার কৃষকদের ভরসার জায়গা হয়ে উঠছে এই বীজ ব্যাংক।
২০১৫ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে এলাকার কৃষক-কিষানিদেরকে নিয়ে গড়ে তোলা হয় কৃষককের বীজ ব্যাংক নামে একটি প্রতিষ্টান । এই প্রতিষ্টানটি গড়ে তোলেন কৃষকের বন্ধু হিসেবে পরিচিত সাংবাদিক ইয়ারব হোসেন। তিনি এর পাশাপাশি কৃষি উদ্যেতা হিসেবে পরিচিত লাভ করেছেন। রয়েছে কেঁচো কম্পোজ সার, ট্রাইকো কম্পোজ সার, প্রকৃতির কীট নাশক। পরিবেশ রক্ষায় তিনি এ কাজ করছেন।
সাংবাদিক ইয়ারব হোসেন জানান, কৃষককের বীজ কৃষকের অধিকার। কিন্ত বীজ আজ কৃষকের হাতে নেই। কিছু বীজ কোম্পানির কাছে কৃষক বন্দি হয়ে পড়েছে। হাইব্রিড বীজে বাজার দখল করে রেখেছে। এ কারনে একটি বীজ ব্যাংক গড়ে তোলা হয়। কৃষক বীজ মৌসমে ব্যাংক থেকে বীজ নিয়ে চাষ করবে। চাষ শেষে বীজ আবার ব্যাংকে রেখে যাবে। বীজ মাটির পাত্রে সংরক্ষন করবে ব্যাংক কর্তৃপক্ষ।
এভাবে বর্তমানে ৪০০ জন কৃষক ৮০০ কেজি ধান সংরক্ষণ করেছেন, যা বোরো মৌসুমে দরিদ্র কৃষকের কাজে লাগবে।
বীজ ব্যাংক থেকে ধান,পাট,গম,সরিষা,ঢাড়স,পুইশাকসহ বিভিন্ন সবজির বীজ দেওয়া হয়।
গতকাল বোরো মৌসুমের জন্য বীজ বিতরন উদ্ভোধন করা হয়েছে। কয়েক জন কৃষকের হাতে বীজ ধান তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শরিফুল ইসলাম, ইউনিয়ান কৃষি কর্মকর্তা আবজাল হোসেন, কষক ক্লাবের সাধারন সম্পদক গোলাম রহমান, কৃষক আব্দুল বারী প্রমুখ।
