সমাজের আলো : পলি পড়ে মজে যাওয়া নদী বেতনা ও মরিচ্চাপের পানি ধারন ক্ষমতা না থাকায় সাতক্ষীরায় জলাবদ্ধতা বিস্তার লাভ করছে। অতিবৃষ্টির কারনে এই জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। জলাবদ্ধতার কারনে ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে, রাস্তাঘাট অবকাঠামো অকেজো হয়ে পড়ছে। সাতক্ষীরা শহর ছাড়াও এর আশপাশের বিস্তীর্ন এলাকাজুড়ে জলাবদ্ধতা এখন এক অভিশাপ হয়ে দাড়িয়েছে।

রোববার সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে এক মতবিনিময় সভায় একথা তুলে ধরে বলেন, অবিলম্বে পানি সরানোর ব্যবস্থা না করা হলে সাতক্ষীরার জনজীবন এবং আর্থসামাজিক অবস্থা বিপন্ন হয়ে পড়বে। জেলা প্রশাসক নাগরিক কমিটির প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে বলেন, এ বিষয়ে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা করবেন বলে আশ্শাস দিয়েছেন। জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির আরও বলেন, অপরিকল্পিতভাবে পৌরসভার মধ্যে বাড়িঘর তৈরী এবং পানি নিষ্কাশনের কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সংকট বেড়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, মাধব চন্দ্র দত্ত, অধ্যক্ষ আশেক ই এলাহী, আলী নূর খান বাবুল, এ্যাড. আজাদ হোসেন বেলাল প্রমুখ।

তারা ইছামতির সাথে মরিচ্চাপ নদীর সংযোগ স্থাপন, লাবন্যবতী, সাপমারা ও শাখরা সহ কয়েকটি স্লুইসগেট সচল করা, বেতনা নদীর সাথে সাতক্ষীরার প্রানসায়ের খালের সংযোগ স্থাপন সহ ১৩ দফা দাবি তুলে ধরেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *