সমাজের আলো: সাতক্ষীরায় জাতীয় সমাজ সেবা দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ক্ষুদা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে সেবা ও সুযোগ প্রান্তজনে” এই প্রতিপাদ্যকে ধারন করে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে, শনিবার (২ জানুয়ারী) সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল কনফারেন্স রুমে এক আলোচনা সভা সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান ও শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান। সভায় শহর সমাজসেবার পক্ষ থেকে ৬ জনকে বয়স্ক ভাতা ও ২ জন প্রতিবন্ধীকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয় এবং সদর উপজেলা সমাজসেবার পক্ষ থেকে ৭১ জনকে ১৮ লাখ ৩৫ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋন বিতরণ ও ৬৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির ৫ লাখ ৯৪ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ ও সহযোগিতা করেন উন্নয়ন সংগঠন বরসা, ক্রিসেন্ট, নবজীবন, ডিআরআরএ, উত্তরণ, উষা, সুশীলন, আরা, সুমনা ফাউন্ডেশন, অগ্রগতি সংস্থা, খেয়া, আইডিয়াল, দিজলা ফাউন্ডেশন, ঋশি ফাউন্ডেশন, পল্লী চেতনা, নব দিগন্ত সংস্থা, প্রাইড ফাউন্ডেশন, সাউদার্ন চ্যারিটি অর্গানাইজেশন, মানব কল্যাণ উন্নয়ন সংস্থা ও এএনজেড ফাউন্ডেশন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *