সমাজের আলো : সাতক্ষীরায় টহল পুলিশের সহযোগিতা এবং কিশোরী এক কন্যার উপস্থিত বুদ্ধিমত্তায় নিজের নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, ২৩ জানুয়ারী রাত্র সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা’র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ আফজাল হোসেন টহলরত ডিউটি তদারকি করছিলেন।সাতক্ষীরা বাইপাস সড়কের লাবসা থেকে মেডিকেল অভিমুখী, এ সময় বকচরা মোড় থেকে অনুমানিক প্রায় ২৫০ গজ দূরে মেডিকেলের দিকে মেইন রোডের পাশে কুয়াশার মাঝেও রাস্তার পাশে একটি মোটরসাইকেল কাত হয়ে পড়ে থাকতে দেখেন । পুলিশের ধারণা হয় হয়তো এখানে কোন ঘটনা ঘটেছে। ড্রাইভারের চোখ পড়ে যায় আবছা আলো আঁধারের মাঝে একটু দূরে, সেখানে ৩টি ছায়ামূর্তি-যেন ছুটে পালাচ্ছে? কিছু সময় পর খবর এল একটি কিশোরী মেয়ে নিখোঁজ হয়েছে ইটাগাছা থেকে যা ওখান থেকে প্রায় ৫/৭ কিলো দূরে। ঘটনার কিছু পরেই ঐ মেয়েটি হাঁপাতে হাঁপাতে, একটি দোকানে আশ্রয় নেয়।পরে কিশোরীটিকে পুলিশ হেফাজতে নেয়। রাত সাড়ে ৯ টার দিকে, কিশোরী মেয়েটি তার বাড়ি ইটাগাছার একটি দোকানে যায় ছোট ভাইয়ের জন্য চকলেট কিনতে। এসময় পূর্ব থেকে ওতপেতে থাকা দুই বখাটে কিশোর তাকে ফলো করে, কিশোরীটি জানায় আগেও তাকে কুপ্রস্তাব দিয়েছিল ওই বখাটেরা। ওতপেতে থাকা বখাটেরা মেয়েটিকে দেখতে পেয়ে ফুসলিয়ে মোটরসাইকেলে জোর করে তুলে নিয়ে যায়! রাস্তা থেকে দুইজনে কোলে করে খাল পাড় হয়ে, কলা বাগানে নিয়ে কিশোরীটিকে ধর্ষনের চেষ্টা করে। এসময় কিশোরীটি বখাটেদের বাঁধা দিলে তাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। আলো আঁধারীর মাঝে চলতে থাকে ধ্বস্তাধস্তি। ততক্ষণে অতিঃ পুলিশ সুপার আফজাল হোসেন এর টহলরত গাড়ির বার লাইটের আলো দেখে বখাটেরা লুকিয়ে যায়। এসআই আহমদ কে নিয়ে ভিকটিমসহ ঘটনাস্থল কলাগাছের বাগানে ভিজিট করেন অতিঃ পুলিশ সুপার আফজাল হোসেন। এ সময় উদ্ধার হয় এক বখাটের মোবাইল ফোন। সেই সূত্র ধরে এক বখাটেকে কিছুসময়ের মধ্যে গ্রেফতার করা সম্ভব হয়। ২৪ জানুয়ারী অপর বখাটেকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

