সমাজের আলো : ট্রাফিক পুলিশের নামে শফি নামে এক ব্যাক্তি চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে। মাইক্রোবাস থেকে চাঁদা আদায় করছে। শফির হাতে টাকা দিলে মাইক্রোবাস আটক হয়না। টাকা না দিলে মামলা দিয়ে দেন ট্রাফিক পুলিশ। সাতক্ষীরা জেলায় সাতটি উপজেলা সদরে শত শত মাইক্রোবাস ও প্রাইভেট কার ভায়ায় চালে। শহরের মাইক্রো আটকে ঝামেলা করা হয়। বাকি সাতটি মাইক্রো থেকে শফি চাঁদা আদায় করে থাকে।

